ডিমলায় তেলের ঘানি টানা বৃদ্ধ পেল গরু

ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ সংসারের ঘানি তো আছেই উপরন্তুবলদের বদলে কুিড় বছর ধরে নিজেই তেল মারাইয়ের ঘানি
টানছেন সত্তোর্ধ বৃদ্ধ সইমুদ্দিন। সহযোদ্ধার ভুমিকায় স্ত্রী নূরুন্নাহার বেগম। দীর্ঘদিনেও
বিষয়টি নজরে আসে নি কারোরই। প্রতিবেশীর এমন ঘটনা নজরে আসে নি খোপ ইউপি চেয়ারম্যানরও। এ ঘটনাটি ডিমলা উপজলার খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া সরকারপাড়ার।

মোহাম্মাদ মিশুক আহম্মেদ বর্ষ নামে একটি ফেসবুকের পোস্টের সূত্র ধরে “সেভ দ্যা
হিউম্যান” নামে একটি সামাজিক সংগঠনের কর্মীদের নজরে আসে। অবশেষে “অঙ্কুর
ইন্টারন্যাশনাল” নামে আরেকটি সামাজিক সংগঠনের আর্থিক সহযাগিতায় ওই বৃদ্ধকে
একটি গরু দেয়া হয় । বুধবার সেভ দ্যা হিউম্যান এর কর্মিরা ওই বৃদ্ধর হাতে তুলে দেয় গরুটি।
এসময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান আতাউর
রহমান। সিরাজুল ইসলাম উভয় সংগঠনের ভূয়সী প্রশংসা করেন। চেয়ারম্যান আতাউর রহমান বলেন,
বিষয়টি সেইভাবে মাথায় নেই নি। গরুটি পেয়ে উৎফুল্ল সইমুদ্দিন জানান, আমি ৩৫ বছর
যাবত তেলের ব্যবসা কর আসছি। ১৫ বছর আগে গরুটি মারা গেলে আর গরু কেনার পয়সা না
জোটায় ২০ বছর থেকে নিজেই ঘানি টেনে তেল বিক্রি করে সংসার চালাচ্ছি। তিনি আরো
জানান, ৩ ছেলে ও ৩ মেয়ের মধ্যে ১টি মেয়ে রয়েছে তার। আর সবাইকে বিয়ে দিয়েছেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ