শিবগঞ্জে চাকুরির ভূয়া নিয়োগ পত্র দিয়ে ৪ লক্ষ টাকা আত্মাসাতের অভিযোগ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে এ্যাসেনশিয়াল ড্রাগ
কোম্পানী লিঃ এ চাকুরির ভূয়া নিয়োগপত্র দিয়ে ৪ লক্ষ টাকা হাতিয়ে
নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্র জানা গেছে, উপজেলার দেউলী ইউনিয়নের লক্ষীকোলা
কারিগড় পাড়া মুন্সিপাড়া গ্রামের মৃত: মফিজ উদ্দিন এর ছেলে শরিফুল
ইসলাম পার্শ্ববর্তী রহবল দক্ষিণ পাড়া গ্রামের খয়বর আলী ছেলে
রাকিবুল হাসান কে এ্যাসেনশিয়াল ড্রাগ কোম্পানী লিঃ এ অফিস
সহকারী পদে চাকুরি দেওয়ার কথা বলে গত ১ বছর পূর্বে ৪ লক্ষ টাকা নেয়।
প্রতারক শরিফুল ইসলাম ৬ মাস পর এ্যাসেনশিয়াল ড্রাগ কোম্পানী লিঃ
অফিস সহকারী পদে চাকুরির নিয়োগ পত্র প্রদান করে। এর প্রেক্ষিতে
রাকিবুল নিয়োগপত্র হাতে নিয়ে অফিসে চাকুরিতে যোগদান করতে
গিয়ে জানতে পারেন নিয়োগপত্রটি ভূয়া। সে হতাশ হয়ে বাড়িতে
এসে তার পরিবারের সদস্যদেরকে জানাই, শরিফুল তাকে ভূয়া নিয়োগপত্র
হাতে ধরিয়ে দিয়েছে। সে একজন প্রতারক। পরে রাকিবুল সহ তার
পরিবারের লোকজন প্রতারক শফিকুল এর কাছ থেকে টাকা ফেরত চাইলে
সে বিভিন্ন টাল বাহানা শুরু করে। পরে কোন উপায় না পেয়ে রাকিবুল
সহকারী পুলিশ সুপার, শিবগঞ্জ সার্কেল বরাবরে অভিযোগ দায়ের করেন।
এব্যাপারে রাকিবুল বলেন, বুক ভরা আশা নিয়ে নিয়োগপত্র হাতে নিয়ে
চাকুরিতে যোগদান করতে গিয়ে ছিলাম। কিন্তু প্রতারক আমার সাথে
প্রতারণা করে আমাকে চাকুরি দেওয়ার নাম করে ভূয়া নিয়োগপত্র হাতে
ধরিয়ে দিয়েছে। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার, শিবগঞ্জ সার্কেল

আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি,
বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ