বগুড়া র‌্যাব এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর যৌথ অভিযানে বগুড়া জেলার শিবগঞ্জ থানা এলাকায় অতিরিক্ত আলু গুদামজাতের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা।

র‌্যাব-১২ঃ বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল অদ্য ১৭ অক্টোবর ২০২০ ইং তারিখ ১৬.৩০ ঘটিকা হতে ১৭.৩০ ঘটিকা পর্যন্ত স্বজল কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, স্পেশাল কোম্পানী, র‌্যাব-১২, বগুড়া এবং জনাব মারুফ আফজাল রাজন ও জনাবা রোমানা রিয়াজ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়াদ্বয়ের সহযোগিতায় বগুড়া জেলার শিবগঞ্জ থানা এলাকায় অতিরিক্ত আলু গুদামজাতের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ২০১৮ সালের কৃষি বিপনন আইন এর ১৯(১)/ঠ ধারা ভঙ্গের অপরাধে ১। মোঃ আলাউদ্দিন (৫০) (প্রোঃ আর এন্ড আর কোল্ডষ্টোরেজ), পিতা-মৃত কহিনুর লৎফর, সাং-পশ্চিম বৃন্দাবন পাড়া, থানা ও জেলা-বগুড়াকে
২০,০০০/-টাকা এবং ২। মোঃ আতিয়ার রহমান (৪১) (প্রোঃ এ, এইচ, জেড কোল্ডষ্টোরেজ), পিতা-আঃ রশিদ, সাং-ভরিয়া, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়াকে ১০,০০০/-টাকাসহ সর্বমোট
৩০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান পূর্বক মুক্তি প্রদান করেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ