দু-চার দিনের মধ্যেই ভ্যাকসিন আনার চুক্তি হবে: স্বাস্থ্যমন্ত্রী

বগুড়া নিউজ ২৪ঃ  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দু-চার দিনের মধ্যেই ভ্যাকসিন আনার একটি চুক্তি হবে। যারা ভ্যাকসিন তৈরী করছে তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছি।

শনিবার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়াস্থ শুভ্র সেন্টারে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ফুড প্যাকেজ ও হাইজিন প্যাকেট বিতরণকালে মন্ত্রী একথা বলেন।

তিনি আরো বলেন, শীতে করোনা সংক্রমণ বাড়তে পারে। ইতোমধ্যে বিশ্বের অনেক দেশে করোনার সংক্রমণ বেড়ে গেছে। তবে আমাদের দেশে অন্যান্য দেশের চেয়ে মৃত্যুর হার কম। আমেরিকাতে সোয়া দুই লক্ষ লোক মৃত্যুবরণ করেছে। আমরা একটি মৃত্যুও চাই না। করোনার সংক্রমণ থেকে বাঁচতে আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক এস এম ফেরদৌস, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ বক্তব্য রাখেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ