সিরাজগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উৎযাপিত

তারিকুল আলম,
সিরাজগঞ্জঃ শনিবার (৩১ অক্টোবর) সিরাজগঞ্জ জেলার সদর থানা প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে উৎযাপিত হল কমিউনিটি পুলিশিং ডে-২০২০।

এবারের কমিউনিটি পুলিশিং ডে’র প্রতিপাদ্য ছিল ”মুজিব বর্ষের মূলমন্ত্র – কমিউনিটি পুলিশিং সর্বত্র”।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব হাসিবুল আলম, বিপিএম।

এসময় পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের প্রয়োজনীয়তা ও এর সুফল সম্পর্কে আলোচনা করেন এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ রুখতে কমিউনিটি পুলিশিংকে আরো বেগবান করার জন্য সকলকে নিজ-নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না,প্রধান পৃষ্টপোষক, কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ আব্দুর রউফ মুক্তা, মেয়র, সিরাজগঞ্জ পৌরসভা, সিরাজগঞ্জ ও সদস্য সচিব, কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটি এবং জনাব এ্যাডঃ বিমল কুমার দাস, প্রধান সমন্বয়ক কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটি।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সকল সদস্য, থানার অফিসার ইনচার্জসহ বীর মুক্তিযোদ্ধাগণ,স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনতা।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ