১৮ ঘণ্টা পর ধ্বংস্তুপের নিচ থেকে মা ও ৩ সন্তানকে উদ্ধার

বগুড়া নিউজ ২৪ঃ ধ্বংসস্তুপের নিচে ১৮ ঘণ্টা আটকে থাকার পর এক মা ও তার তিন সন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে।  শনিবার বন্দর নগরী আজিয়ানের ইজমির শহরে এ ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে  ইজমির শহরে ৬ দশমিক ৬ মাত্রায় ভূমিকম্প হয়। এতে অন্তত  ২৭ জনের মৃত্যু হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পে আজিয়ানের অন্তত ২০টি ভবন ধসে পড়েছে। এ পর্যন্ত প্রায় ১০০ জন লোককে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী মুরাত কুরুম।

ইজমিরের কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে আট শতাধিক মানুষ আহত হয়েছে। আটটি ভবনে উদ্ধার তৎপরতা শেষ হয়েছে। আর ৯টি ভবেন উদ্ধার কাজ চলছে।

কর্মকর্তারা আরও জানিয়েছেন, ভবনের ধ্বংসস্তুপ থেকে এক নারী ও তার তিন সন্তানকে জীবিত উদ্ধার করা গেছে। তার চতুর্থ সন্তানকে উদ্ধারে কাজ চলছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ