ধরা পড়লো ৪৫৩ কেজির এলিগেটর

বগুড়া নিউজ ২৪ঃ প্রায় তিন বছর ধরে বাড়ির পেছনে বসবাস করা একটি এলিগেটর (কুমিরের মতো প্রাণী) ধরার চেষ্টা করছিলেন ফ্লোরিডার কোরি ক্যাপস। অবশেষে তিনি সেই কাজে সফল হয়েছেন।

ক্যাপস মার্কিন গণমাধ্যম সিএনএনকে বলেছেন, স্ত্রীকে নিয়ে নদীটিতে নৌকা ভ্রমণে গিয়ে প্রাণীটিকে তীরে শুয়ে থাকতে দেখেন। কিছুক্ষণ পর সে পানিতে নেমে যায়। পরদিন (গত ১৩ অক্টোবর) বন্ধু রুডনি স্মিথকে নিয়ে সেখানে যান। আগের দিনের মতো ঠিক একই জায়গায় এলিগেটরটিকে শুয়ে থাকতে দেখেন।

‘আমরা দুজনে সন্তর্পণে এলিগেটরটিকে হারপুন দিয়ে আটকে ফেলি। জানতাম যে বড়। কিন্তু এত বড় হবে ভাবতে পারিনি।’

ক্যাপস জানিয়েছেন, প্রাণীটির গলা ১৬ ইঞ্চি চওড়া! ১৩ ফুট লম্বা এলিগেটরটি কূলে আনতে দুই ব্যক্তির সাড়ে তিন ঘণ্টার মতো সময় লেগেছে। পরে সেটি শহরের রিসাইকেলিং সেন্টারে নিয়ে যান। ওজন মেপে দেখেন ১ হাজার ৮ পাউন্ড!

ফ্লোরিডার প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অঙ্গরাজ্যটিতে ধরা পড়া সবচেয়ে বড় এলিগেটরের ওজন ছিল ১ হাজার ৪৩ পাউন্ড। সেটিও ১৩ ফুট লম্বা। যুক্তরাষ্ট্রে ধরা পড়া সবচেয়ে বড় এলিগেটর ছিল ১৪ ফুটের। লেক ওয়াশিংটনে পাওয়া গিয়েছিল সেটি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ