নাইজেরিয়ায় মসজিদে গুলিতে নিহত ৫

বগুড়া নিউজ ২৪ঃ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি মসজিদে হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) জামফারা রাজ্যের ওই মসজিদটিতে নামাজ পড়ছিলেন মুসল্লিরা। এসময় অতর্কিত হামলা চালিয়ে এ হত্যাকাণ্ড চালায় অস্ত্রধারীরা। পরে মসজিদের ইমামসহ ১৮ জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।স্থানীয় সময় (২২ নভেম্বর) জামফারা পুলিশের মুখপাত্র মোহাম্মেদ সেহু জানান, মসজিদের ইমামের পেছনে নামাজের জন্য দাঁড়িয়েছিলেন ৩০ জন। ওই মুহূর্তে গুলি চালায় হামলাকারীরা। এ হামলা কারা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, শতাধিক গবাদি পশু চোর মোটরসাইকেলে চড়ে মুসলমানদের জামাতে হামলা চালায়। প্রত্যন্ত অঞ্চল হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। আর এই সুযোগ নিয়ে সন্ত্রাসীরা হামলা চালায়।নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে গবাদি পশু চোরের উৎপাত ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। প্রায়ই দল বেঁধে হামলা চালিয়ে শত শত গবাদি নিয়ে যায় অস্ত্রধারীরা। ঘর-বাড়িতে হামলা চালিয়ে লুটপাটও করে তারা। নাইজেরিয়ার বহু জায়গায় শক্ত ঘাঁটি রয়েছে বেশ কিছু সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ