বিট পুলিশিং সেবা জনগণের দ্বারে পৌঁছানো হবে- ডিআইজি

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বিট পুলিশিং সেবা জনগণের দ্বারে দ্বারে পৌছানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন। তিনি বলেন, পুলিশি সেবা জনগণের জন্য আরও সহজ করা হয়েছে, থানায় সেবা নিতে কোন দালাল ধরতে হবে না।
সোমবার (২৩ নভেম্বর ) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাইলট হাইস্কুল মাঠে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় এতে সভাপতিত্ব করেন বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর, সোনাতলা শিবগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর ইসলাম সিদ্দিকী, শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল রাজু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি এবিএম নাজমুল কাদীর শাহজাহান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান, বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তৌফিক মাহমুদ, দেউলী ইউপি চেয়ারম্যান আব্দুল হাই প্রধান, শিবগঞ্জসদর ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবুসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিটের সাধারণ জনসাধারণ।
বিট পুলিশিং সেবা জনগণের কাছে সহজ করতে ও পুলিশের সেবা পৌঁছানোর জন্য সমাবেশের আয়োজন করা হয়।
Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ