সিরাজগঞ্জ কাজিপুর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপিত

তারিকুল আলম, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের কাজিপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

এই উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল ৯টায় দলীয় পতাকা উত্তোলণ শেষে উপজেলা দলীয় কার্যালয়ে উপজেলা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আ.লীগ, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট, ভয়েস অব কাজিপুর, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান স্বাধীনতা স্কয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দীকির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুরের সংসদ সদস্য তানভীর শাকিল জয়। অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান, উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, কাজিপুর থানার অফিসার ইনচার্জ পিএন সরকার, উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা প্রমুখ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ