নাইজেরিয়ায় গির্জায় হামলা ১১ জন নিহত

বগুড়া নিউজ ২৪ঃ বড়দিনের আগে উত্তরপূর্ব নাইজেরিয়ায় একটি গির্জায় হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে বোকো হারাম জঙ্গিরা। সে সময় গির্জার যাজকসহ ৭ জনকে অপহরণ করে নিয়ে যায় তারা। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় দেশটির বোরনো প্রদেশের পেমি গ্রামে ট্রাক ও বাইকে করে বোকো হারামের সদস্যরা এ হামলা চালায়।

সিএনএনের খবরে বলা হয়, বোকো হারামের সদস্যরা শুরুতে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। আগুন ধরিয়ে দেওয়া হয় আশপাশের ঘরবাড়িতে। সে সময় গির্জায় ঢুকে হত্যা করে ১১ জনকে। অপহরণ করে নিয়ে যায় গির্জার যাজকসহ ৭ জনকে। এদিকে সংবাদমাধ্যমকে অপহরণের কথা জানিয়েছেন বোকো হারামের শীর্ষ নেতা আবওয়াকু কাবু।  তিনি দায় স্বীকার করে বলেন, ১০টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। ৭ জনকে হত্যা করা হয়েছে। এবং লুট করা হয়েছে উৎসবের জন্য গির্জায় মজুত রাখা খাবার। অবশ্য গির্জার পাশের ঝোপ থেকে উদ্ধার করা হয়েছে আরও ৪ জনের মরদেহ। নাইজেরিয়ার পুলিশ জানিয়েছে, জঙ্গিরা বোরনো প্রদেশের পাশে থাকা সাম্বিসা অরণ্য থেকে এসেছিল। গির্জায় হামলা চালানোর আগে একটি হাসপাতালে হামলা চালিয়ে ওষুধ ও অন্যান্য সরঞ্জাম লুট করে বোকো হারামের সদস্যরা।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ