চীনে করোনার উৎস তদন্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল

বগুড়া নিউজ ২৪ঃ করোনাভাইরাসের উৎস সন্ধানে চীনে পৌঁছেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষক দল। বৃহস্পতিবার সকালে সিঙ্গাপুর থেকে একটি বিমানে চীনের উহানে পৌঁছায় তারা। নির্ধারিত ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে কাজ শুরু করবেন তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কাজে নিয়োজিত বিশেষজ্ঞ মাইক রায়ান বলেন, করোনাভাইরাস কীভাবে ছড়িয়েছে তা জানতে সব জায়গায় যেতে প্রস্তুত তার দল। সারা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার তথ্য গোপন করছে চীন, যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের ভিত্তিতে ভাইরাসটির উৎস তদন্ত করতে চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনার উৎস অনুসন্ধানে একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলকে চীনের উহানে পাঠাতে বেশ কয়েক মাস ধরে চেষ্টা চালিয়ে আসছিল ডব্লিউএইচও। গত মাসে ডব্লিউএইচও ঘোষণা দেয়, বিভিন্ন দেশের ১০ জন বিজ্ঞানীর সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক তদন্ত দল ২০২১ সালের জানুয়ারিতে উহান যাবে। তবে চীন অনুমতি না দেয়ায় চলতি মাসের শুরুর দিকে নির্ধারিত সময়ে চীনে যেতে পারেনি তদন্ত দল। এতে তদন্তের বিষয়ে চীনের আগ্রহ নিয়ে সন্দেহ দেখা দেয়। এ ঘটনায় হতাশা প্রকাশ করে ডব্লিউএইচও। তদন্ত দলকে যথাসময়ে অনুমতি দেয়ার ক্ষেত্রে একটা ‘ভুল-বোঝাবুঝি’ হয়েছে। অবশেষে আজ ডব্লিউএইচওর তদন্ত দল উহানে গেল।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১