ভারতের বিদায়ঘণ্টা বাজিয়ে ফাইনালের পথে শ্রীলঙ্কা

বগুড়া নিউজ ২৪ঃ বিদায়ের ঘণ্টা বেজে গেল ভারতের। সুপার ফোরে নিজেদের হারিয়ে ফেলে রোহিত-কোহলিরা।

প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে হেরে যায় গতবারের চ্যাম্পিয়নরা। তাতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা হয়ে দাঁড়ায় বাঁচা-মরার। এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে চ্যাম্পিয়ন ভারতকে ৬ উইকেটে হারিয়ে লঙ্কানরা এগিয়ে গেল ফাইনালের পথে। ভারতের দেয়া ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১ বল বাকি থাকতেই জয় পায় কুশল মেন্ডিসরা।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে বটেই, ওপেনিং জুটিতেই বড় সংগ্রহ পায় শ্রীলঙ্কা। প্রথম ৬ ওভারে ৫৭ রান তোলার পর তাদের উদ্বোধনী জুটি ভাঙে ৯৭ রানে। ইনিংসের ১৩তম ওভারে মারকুটে পাথুম নিসাঙ্কাকে ফেরান যুজবেন্দ্র চাহাল। ৩৭ বলে ৫২ রানের ইনিংস খেলেন লঙ্কান ওপেনার। চাহাল একই ওভারে ফেরান ওয়ানডাউনে নামা চারিথ আসালাঙ্কাকেও। ৩ বল খেলেও আসালাঙ্কা কোনো রান করতে পারেননি। বেশিক্ষণ টিকতে পারেননি দানুস্কা গুনাথিলাকাও। অথচ ৭ বল খেলে তিনি করেন মাত্র ১ রান। শ্রীলঙ্কার আরেক ওপেনার কুশাল মেন্ডিসকে আউট করেন চাহাল। ৩৭ বলে কুশাল করেন ৫২ রান।শেষ দিকে শানাকা ১৮ বলে ৩৩ ও রাজাপাকসে ১৭ বলে ২৫ রান করেন।

ভারতের হয়ে ৩ উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। একটি উইকেট পান রবিচন্দ্রন অশ্বিন

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ