সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান আর নেই

বগুড়া নিউজ ২৪ঃ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আকবর আলি খানের ছোট ভাই কবীর উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।  তিনি বলেন, হার্ট অ্যাটাকে আকবর আলি খানের মৃত্যু হয়েছে।

কবির উদ্দিন খান বলেন, আকবর আলি খান বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ফলে তাকে হাসপাতালে নেয়া হচ্ছিল। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ১৯৪৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জন্মগ্রহণ করেন আকবর আলি খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইতিহাসে পড়াশোনা করেন। পরে কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে অর্থনীতিতে পিএইচডি করেন তিনি। মূলত আমলা হিসেবে ক্যারিয়ার শুরু করেন আকবর আলি খান। মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অবসর নেন তিনি। পাশাপাশি শিক্ষকতাও করেন। দুটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এ অর্থনীতিবিদ। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হন আকবর আলি খান। তবে প্রতিবন্ধকতার মুখে পদত্যাগ করেন তিনি। অবসরের পর লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন। অর্থনীতি, ইতিহাস, সমাজবিদ্যা, সাহিত্য-বিচিত্র বিষয়ে গবেষণামূলক বই লেখেন আকবর আলি খান। সবই পাঠকের কাছে সমাদৃত হয়। ক্যারিয়ারে আইনশৃঙ্খলা, ভূমি প্রশাসন, উন্নয়ন প্রশাসন, নির্বাচন, চা-বাগানের মতো বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করেন তিনি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ