বগুড়ায় সামাজিক বন্ধন অটুট রাখতে স¤প্রীতি সমাবেশ

ষ্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের বিদ্যমান আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুংসহত রাখতে বগুড়ায় সদর উপজেলায় স¤প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সমাবেশের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. জিয়াউল হক বলেন, বাংলাদেশের বিদ্যমান আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুংসহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। সবাই মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে পারলেই দেশটি হবে সুখী ও সমৃদ্ধ। তাই ভেদাভেদ ভুলে সকল ধর্মের মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে স¤প্রীতির দেশ গড়ে তুলতে হবে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সরাফত ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, বগুড়া ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. শাহজাহান আলী, জেলা ইমাম সমিতির সেক্রেটারী মাওলানা মো. মোস্তাকিম হোসাইন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি বাবু সাগর কুমার রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ বগুড়া জেলার সভাপতি ডা. এন. সি বাড়ই, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, প্রবীর বড়–য়া, বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্রাচার্য শংকর, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস। প্রথমে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে সমাবেশের শুভ উদ্বোধন করেন। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠ করা হয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ