বগুড়ায় কাঁচাবাজারে অভিযান, চার ব্যবসায়ীকে জরিমানা

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় কাঁচাবাজারে অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার অধিদপ্তর। আজ শনিবার দুপুরে সদরের উপশহর এলাকার কাঁচাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। ইফতেখারুল আলম রিজভী জানান, ব্যবসায় প্রতিষ্ঠানের সামনে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে সাব্বির স্টোরকে ২০০০ টাকা, মা স্টোরকে ৩০০০, শাহীন সবজি স্টোরকে ১৫০০ ও রাজু সবজি স্টোরকে ২০০০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে পণ্যে মূল্য তালিকা প্রদর্শন করা ছিল না। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ