গোবিন্দগঞ্জে ১০৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১০৩ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিনের নির্দেশনায় ট্রাফিক সার্জেন্ট অপূর্ব কুমার মোহন্ত ও থানার সেকেন্ড অফিসার এস,আই সঞ্জয় কুমার সাহা, এএসআই আশাদুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স  থানামোড় চারমাথা এলাকার ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে একটি প্রবক্স প্রাইভেটকারকে সিগনাল দিলে চালক গাড়ী রেখে লাফিয়ে পালিয়ে যায়। পরে প্রাইভেট কারটি তল্লাসী করে ১০৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ সময় গাড়ীতে থাকা এক মাদক ব্যবসায়ীকে আটক হয়। আটক মাদক ব্যবসায়ীর নাম মোশারফ হোসেন। সে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বালাতারী গ্রামের শওকত আলীর ছেলে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)ইজার উদ্দিন আমাদের সময় প্রতিনিধিকে জানান, সড়ক-মহাসড়কে মাদক পরিবহন রোধে আমাদের নিয়মিত পোকপোস্ট চলছে। এরি ধারাবাহিকতায় গোপন সংবাদ ভিত্তিতে গাড়ী তল্লাশী চালিয়ে ১০৩কেজির গাঁজার চালান,গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার ও গাঁজা ব্যবসায়ীকে আটক করা হয়।  এ বিষয়ে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।  জেলার মাননীয় পুলিশ সুপার তৌহিদুল ইসলাম পিপি এম এর দিক নির্দেশনায় আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে থানা পুলিশ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ