বগুড়ায় জুয়া খেলাকে কেন্দ্র করে মাঝি নিহত আটক ৪

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা হিন্দুপাড়া গ্রামে জুয়া খেলাকে কেন্দ্র করে শ্রীঃ গোপাল চন্দ্র (৪৫)নামের একজন মাঝিকে খুন করা হয়েছে। এব্যাপারে ৪ জনকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা পশ্চিম (হিন্দু) পাড়া নামক গ্রামে। শ্রীঃ গোপাল চন্দ্রের স্ত্রী পল্লবী জানায় শনিবার রাত ৯ টায় ০১৩১৩-৮৬৮১৪০ নং থেকে আমার স্বামীকে মোবাইল করে ডেকে নেয়। পরে রাত ১ টার দিকে কাতরাইতে কাতরাইতে অতিকষ্টে বাড়িতে আসে আমার স্বামী। এসে সে বলে আমাকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে বুকে ও শরিরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি ভাবে লাথি, কিলঘুষি মারতে থাকে মৃত্য শিমুলে পুত্র বিপ্লব সহ আরো কয়েকজন । এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে গেলে তারা আমাকে ফেলে রেখে চলে যায়। আহত গোপালকে চিকিৎসার জন্য প্রথমে টি এম এস এস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। টি এম এস এস হাসপাতাল থেকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। মৃত্য লাশ নিয়ে বাড়িতে ফিরে আসে মৃত্যের পরিবার। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হত্যায় জরিত সন্দেহে পুলিশ ৪ জুয়ারুকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতরা হলো ১। শ্রীঃ সত্য কুমারের পুত্র বিকম চন্দ্র (৩৫) ২। মৃত্য বুদা সরকারের পুত্র শ্রীঃ কাজল চন্দ্র (৪২) ৩। শ্রীঃ প্রদিপ দাস এর পুত্র শ্রীঃ পাপ্পু (২২), ৪। ধলু মিয়ার পুত্র হিলাল উদ্দিন (৩৬)। স্থানীয়রা জানান বাড়ির পশ্চিম পার্শে চাক দহ নামক স্থানে নিয়মিত বসে জুয়ার আসর। এবং জুয়া খেলাকে কেন্দ্র করে প্রায়ই হট্রোগোল শোনা যায়। আমাদের ধারনা গোপালের খুনের কারনও হবে জুয়া খেলাকে কেন্দ্র করেই। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিপ্লব সহ ৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।
Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ