ময়মনসিংহ  জেলার সেরা  ইউএনও নির্বাচিত  হয়েছেন হাসান মারুফ

 দিলীপ কুমার  দাস: ময়মনসিংহ  জেলার সেরা উপজেলা  নির্বাহী  কর্মকর্তা (ইউএনও)  নির্বাচিত হয়েছেন  হাসান মারুফ। প্রাথমিক  শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন  অবদান ও  শিক্ষার গুণগত মানোন্নয়নে ভুমিকা রাখার জন্য  এ স্বীকৃতি  দেওয়া  হয়েছে।
শুক্রবার উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ উপলক্ষে জেলা পর্যায়ে এই শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়েছে। আগামী ১০ অক্টোবর বিভাগীয় পর্যায়ে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
এর  পূর্বে প্রাথমিক শিক্ষা পদক প্রদান ময়মনসিংহ জেলা বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল হক জেলার  সেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) হিসাবে হাসান মারুফের নাম ঘোষণা করেন।
হাসান মারুফের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায়।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক  বিষয়ে স্নাতোকোত্তর  পাস করেন। প্রশাসন ক্যাডারে যোগদান করেন ৩৩ তম বিসিএসে। ২০২০ সালের আগস্টে গৌরীপুর উপজেলায় ইউএনও পদে যোগদান করেন এই কর্মকর্তা। বাবা বীরমুক্তিযোদ্ধা  জামাল হোসেন ও মা মনোয়ার বেগম। তিনি পেশায় একজন  স্কুল শিক্ষিকা।
Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ