বগুড়ায় ১ ঘন্টার ‘শিশু বিষয়ক কর্মকর্তা’ হলেন শিক্ষার্থী দিয়া

‘ক্ষমতায় সমানে সমান’ প্রতিপ্রাদ্যতে নারী ক্ষমতায়ন এবং মেয়েদের সক্ষমতা নিশ্চিতের প্রচেষ্টায় আন্তর্জাতিক কণ্যা শিশু দিবস উপলক্ষে বগুড়ায় বুধবার দুপুরে বাংলাদেশ শিশু একাডেমী বগুড়া কার্যালয়ে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হিসেবে ১ ঘন্টার প্রতীকি দায়িত্ব পালন করেছে এনসিটিএফ বগুড়ার চাইল্ড পার্লামেন্ট সদস্য শিক্ষার্থী তাবাসসুম নাহার দিয়া। প্লান ইন্টারন্যাশলান এর আর্থিক সহযোগিতায় এবং ইয়ূথ ফর চেঞ্জ ও ইয়েস বাংলাদেশের বাস্তবায়নে জাতীয়ভাবে কাজ করা শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেনস্ টাস্ক ফোর্স (এনসিটিএফ) বগুড়া ব্যতিক্রমী এই আয়োজন করে।
সারাবিশ্বে কণ্যা শিশুদের স্বাধীনতা ও অধিকারকে প্রাধান্য দিয়ে ‘গালর্স টেকওভার’ শীর্ষক এই কর্মসূচিতে বগুড়ায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মো: ইসাহাক আলীর নিকট থেকে বুধবার দুপুরে তার কার্যালয়ে ১ ঘন্টার জন্যে প্রতীকি দায়িত্ব বুঝে নেন কণ্যা শিশু শিক্ষার্থী ১৭ বছরের দিয়া। এসময় জেলার সকল শিশুর পক্ষে তাবাসসুম নাহার দিয়া জেলা শিশু বিষয়ক কর্মকর্তাকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং ১ ঘন্টার জন্যে হলেও সিদ্ধান্ত গ্রহণের আসনে বসার সুযোগ দেওয়ার জন্যে দিয়া শিশু বিষয়ক কর্মকর্তাকে ধন্যবাদ জানান। প্রতীকি দায়িত্ব পালনকালে কণ্যা শিশু দিয়া জেলার শিশু অধিকার সম্পর্কিত কার্যক্রমের তদারকি করেন। একই সাথে শিশু একাডেমীতে চলমান কার্যক্রমের খোঁজখবর নেন এবং শিশু বান্ধব পরিবেশে সকল ইতিবাচক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে তিনি সকলকে আহ্বান জানান। এনসিটিএফ বগুড়ার শিশু সাংসদ দিয়া বলেন, জেলার শিশু সম্পর্কিত সকল কাজের জন্যেই শিশু বিষয়ক কর্মকর্তা তাই যেকোন প্রয়োজনে শিশুদের সর্বোচ্চ স্বার্থরক্ষায় এই অফিসের দরজা সর্বদা খোলা। প্রতীকি শিশু বিষয়ক কর্মকর্তা হিসেবে দিয়া সকলকে ঐক্যবদ্ধভাবে শিশু অধিকার বাস্তবায়নে কাজ করার উদ্বার্ত আহ্বান জানান। একই সাথে পরিবার থেকে শুরু করে সমাজের সকলকে তিনি শিশুদের সুষ্ঠুভাবে বেড়ে উঠার পরিবেশ নিশ্চিত করে দেয়ার লক্ষ্যে ভূমিকা রাখার অনুরোধ জানান।
দিয়ার প্রতীকি দায়িত্বের ১ ঘন্টা পর শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্ব বুঝে নিয়ে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মো: ইসাহাক আলী অত্যন্ত প্রশান্তির সাথে বলেন, বর্তমান সরকার তৃণমূল থেকে শুরু করে দেশের প্রতিটি ক্ষেত্রে নারী নেতৃত্ব বিকাশ ও ক্ষমতায়নে ব্যাপক দৃশ্যমান পরিবর্তন এনেছে। বাংলাদেশ শিশু একাডেমীর হাত ধরে যাত্রা শুরু করা এনসিটিএফ এর প্রতি বছর গালর্স টেকওভার কার্যক্রম সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। যার মাধ্যমে কণ্যা শিশুরা ভবিষ্যতে দায়িত্বশীল বিভিন্ন স্থানে আসীন হওয়ার স্বপ্ন দেখে এবং নিজেদের চিন্তা চেতনায় আমূল ইতিবাচক পরিবর্তন আনার প্রয়াস করে। তিনি পৃথিবীর সকল কণ্যা শিশুর জন্যে শুভ কামনা জানিয়ে শিশু অধিকার বাস্তবায়নে বগুড়ায় সর্বদা বরাবরের মতোই আন্তরিকভাবে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন।
ইয়েস বাংলাদেশের জেলা ভলেন্টিয়ার সাংবাদিক সঞ্জু রায়ের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত কর্মসূচিতে এসময় আরো উপস্থিত ছিলেন এনসিটিএফ বগুড়ার সভাপতি জুবাইর আহমাদ, সাধারণ সম্পাদক আফিয়া ইবনাত নকশী, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল হক নাহিয়ান, শিশু গবেষক মালিহা ইসলাম, জেলা ভলেন্টিয়ার হাবিবা নাসরিন প্রমুখ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ