সিরাজগঞ্জে মুগ্ধতা ছড়াচ্ছে যমুনা পাড়ের কাশফুল

তারিকুল আলম, সিরাজগঞ্জঃ শুভ্র কাশফুলে ছেয়ে গেছে সিরাজগঞ্জের কাজিপুরের যমুনা নদীর পাড়সহ আশপাশের এলাকা। যেদিকে চোখ যায় সাদা মেঘের ভেলা চোখে পড়ে। মনভোলানো সে দৃশ্য দেখতে মানুষ ভিড় করছেন যমুনার দুই পাড়ে।
সরেজমিনে উপজেলার মাইজবাড়ী চরাঞ্চল ঘুরে দেখা যায়, বাতাস ঢেউ খেলছে কাশফুলে। নদীর দুই পাড়ে সাদা মেঘ যেন মাটি স্পর্শ করছে। মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা হচ্ছে সেখানে। কেউ কেউ ছবি-সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন।
বগুড়া শহর থেকে বেড়াতে আসা আশিকুর রহমান জানান, মুগ্ধ হওয়ার মতো একটি জায়গা। কাশফুলের নরম ছোঁয়ায় কঠিন মনটাও যেন নরম হয়ে আসে।
এ বিষয়ে কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম জানান, প্রাকৃতিকভাবে কাশবন সৃষ্টি হয়। এগুলো কৃষকরা ঘরের ছাউনি হিসেবে ব্যবহার করে থাকেন। তবে আগের মতো গ্রামগঞ্জে কাশফুল দেখা যায় না।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ