ইসির নিবন্ধন পেতে রেজা কিবরিয়া-নুরুর দলের আবেদন

বগুড়া নিউজ ২৪ঃ  রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে আবেদন করেছে গণঅধিকার পরিষদ। রেজা কিবরিয়া ও নুরুল হক নুরুর নেতৃত্বাধীন দলটি রোববার (৩০ অক্টোবর) বিকেলে নির্বাচন কমিশন ভবনে নিবন্ধনের আবেদন জমা দেয়।

ডাকসুর সাবেক ভিপি ও দলটির সদস্য সচিব নুরুল হক নুরুর নেতৃত্বে এসময় বেশ কয়েকজন নেতাকর্মীর নির্বাচন কমিশনে উপস্থিত ছিলেন।

আবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুরুল হক নুর বলেন, ‘নির্বাচন কমিশন নিয়ে আমাদের কনসার্ন নেই। নির্বাচনকালীন সরকার আমাদের প্রধান বিষয়। আমাদের কাছে নির্বাচন কমিশনের চেয়ে নির্বাচনকালীন সরকার গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি, ২০১৪ এবং ২০১৮ সালে দলীয় সরকারের অধীনে দুটি বিতর্কিত নির্বাচন হয়েছে, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। ভোটকেন্দ্রে কুত্তা-বিলাই-ছাগল দৌড়াদৌড়ি করেছে। কুত্তা-বিলাই-ছাগল দৌড়াদৌড়ি করবে- এ রকম ভোট এবং ভোটের পরিবেশ আমরা চাই না।’

জনগণের স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার পরিবেশের কথা জানিয়ে নুর বলেন, ‘মানুষ ভোট দিয়ে যাতে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে সেই ধরনের উৎসবমুখর ভোট এবং নির্বাচনের পরিবেশ আমরা চাই।’

দলীয় সরকারের অধীনে ভোটে না যাওয়ার কথাও জানিয়ে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘২০১৪ এবং ২০১৮ সালের মতো বিনাভোটের এবং ভোট ডাকাতের নির্বাচন এই দেশে ভবিষ্যতে আর হবে না। আগামীতে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পরিবেশ তৈরি করলে অবশ্যই আমরা নিবন্ধন পাবো। আমাদের যদি নিবন্ধন থেকে বঞ্চিত করা হয় সেটা অন্যায় করা হবে। অন্যায়ের প্রতিবাদের জন্য তারুণ্যের উত্থান, এই রাজনৈতিক দলের জন্ম। প্রতিবাদের মধ্য দিয়ে আমাদের অধিকার আদায় করবো।’

এসময় নিবন্ধন না পেলে গণঅধিকার পরিষদ নির্বাচন করবে কি না এমন প্রশ্নের জবাবে নুর বলেন, ‘বর্তমান সরকারকে হটিয়ে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্যান্য বিরোধীদলের সঙ্গে যুগপৎভাবে আন্দোলন করবো, রাজপথে থাকবো, কিন্তু নির্বাচনের বিষয়ে এখনও দলের সিদ্ধান্ত হয়নি।এখন পর্যন্ত জোটের বিষয়ে আমরা ভাবছি না।’

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ