বগুড়ায় এবছর ৭৫০ কোটি টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ

স্টাফ রিপোর্টার : চলতি ২০২২-২৩ অর্থ বছরে ৭৫০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে কর অঞ্চল, বগুড়া আয়কর আদায় শুরু করেছে। গত ২০২১-২২ অর্থ বছরে ৭২৫ কোটি টাকা আদায়ের টার্গেট থেকে এ বছর আরও ৫০ কোটি টাকা বাড়িয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে ৭৭৫ কোটি টাকা। অর্থনৈতিক মন্দার এই পরিস্থিতিতে লক্ষ্যমাত্রা অর্জন করা কষ্টকর বলে মনে করছেন কর অঞ্চল বগুড়ার কর্মকর্তারা। কর কর্মকর্তারা মনে করেন, অবকাঠামো উন্নয়ন, আমদানী কম হওয়া, ব্যবসা বানিজ্যে মন্দাভাব হলে রাজস্ব আদায় কমে যায়। অবকাঠামো গত উন্নয়ন কাজ হলে ঠিকাদারী বিল থেকে আয়কর পাওয়া যায়। এলসি হলে কর আদায় হয়। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক মন্দার কারনে উন্নয়ন কাজ ও আমদানী কমে যাওয়ায় আয়কর আদায় কম হওয়ার শংকা রয়েছে।

কর অঞ্চল বগুড়ার উপ কর কমিশনার রেজাউল করিম জানান, গত অর্থ বছরে কর অঞ্চল বগুড়ার জন্য আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৭২৫ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৬৮৭ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩৮ কোটি টাকা কম ছিলো। চলতি অর্থ বছরে এর গত অর্থ বছরের লক্ষ্যমাত্রার চেয়ে আরও ৫০ কোটি টাকা বাড়িয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৭৭৫ কোটি টাকা। তিনি আরও জানান, বগুড়া, গাইবান্ধা, সিরাজগঞ্জ ও জয়পুরহাট এই চার জেলা কর অঞ্চল বগুড়ার আওতায় রয়েছে। বগুড়া অঞ্চল বরাবরই আয়কর আদায়ে সন্তোষজনক অবস্থানে রয়েছে। ২০২২-২১ অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি আয়কর আদায় হয়েছিলো। সে বছর বগুড়া অঞ্চলে আদায় হয়েছিলো ৫২০ কোটি টাকা। এর পরের বছরই আয়কর আদায়ে ২শ’ কোটি টাকা বেশি লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়। বৈশ্বিক মন্দার পরও ২০২১-২২ অর্থবছরে আয়কর আদায় করা হয়েছে ৬৮৭ কোটি টাকা। তিনি জানান, বগুড়া অঞ্চলে গত বছর প্রায় ৯৫ হাজার ব্যাক্তি ও প্রতিষ্ঠান আয়কর রির্টান দাখিল করেছে। এ হার এবছর বেড়ে এক লাখ ছাড়িয়ে যেতে পারে। তিনি আরও জানান, আয়কর দাতাদের সার্চ করে বের করা হয়েছে। আগের চেয়ে আয়কর দাতার পরিমান অনেক বেড়েছে। আদায়ও বেড়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন লক্ষ্য মাত্রা পূরনের চেষ্টা চলছে। পরিস্থিতি ভালো হলে লক্ষ্যমাত্রা পূরণ করা অসম্ভব নয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০