বগুড়ায় ফুলবাড়ী দক্ষিনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সূবর্ণজয়ন্তী পালন

ষ্টাফ রিপোর্টারঃ বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে ২৩ডিসেম্বর/২২ শুক্রবার বগুড়া শহরের ফুলবাড়ী দক্ষিনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫০ বছর প্রতি সূবর্ণজয়ন্তী পালন করা হয়েছে। বিদ্যালয়ের বর্তমান ও সাবেক ছাত্র-ছাত্রীর আয়োজনে সকালে শহরের ৩নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন কবিরাজ তরুন কুমার চক্রবর্তী ও ১৮নং ওয়ার্ড কাউন্সিলর রাজু হোসেন পাইকাড় এর নেতৃত্বে এক বণার্ঢ্য র‌্যালী বের করা হয়। এতে অংশ নেন সাবেক কমিশনার মাহবুবুর রহমান মুকুল, বিদ্যালয় কমিটি ও শিক্ষকদের মধ্যে আব্দুস সোবাহান, আমিনা বেগম, জমিলা বেগম, মাহমুদা বানু, আরিফা ফেরদৌস, তহমিনা বেগম, বেবী রানী, এলাকার শিবলী সাদিক মানিক, আব্দুল আলিম, সাবেক শিক্ষার্থী সৈয়দ জাফরুল আলম, সিহাব সরকার, কামরুন্নাহার কুইন, জাকিয়া সুলতানা, মমতাজ বেগম, পায়েল মিয়া, হজরত আলী প্রমূখ। এর পর বিদ্যালয়ের বর্তমান ও সাবেক ছাত্র-ছাত্রীর মিলন মেলায় স্মৃতিচারণ করা হয়। সন্ধ্যায় আয়োজিত আলোচনা সভায় বিদ্যালয়ের সাবেক ছাত্র আবু সালেহ মাহমুদ রিজন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার মেয়র আলহাজ¦ রেজাউল করিম বাদশা। আরো বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন রাজু, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কবির আহম্মেদ মিঠুসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শুভাকাঙ্খিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি পৌর মেয়র আলহাজ¦ রেজাউল করিম বাদশা। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সৈয়দ জাফরুল আলম।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১