রিচার্লিসনের বাইসাইকেল গোলটিই বিশ্বকাপের সেরা

প্রথমবাররে মতো বশ্বিকাপ খলেতে নমেইে জোড়া গোল। তার মধ্যে একটি আবার চোখ জুড়ানো নান্দনকি শট।ে বলছলিাম ২৫ বছর বয়সী ব্রাজলিয়িান তারকা ফরোর্য়াড রচর্িালসিনরে কথা। বশ্বিকাপরে প্রথম ম্যাচে র্সাবয়িার বপিক্ষে তার করা গােলটইি এখন র্টুনামন্টেরে সরো গোল বলে নর্বিাচতি হয়ছে।ে

শুক্রবার ফফিার ফসেবুক পইেজে বষিয়টি নশ্চিতি করছেে ফফিা।

বশ্বিকাপরে আগে দলে থাকবনে কি না সটেি নয়িে সংশয় ছলি। যদওি শষে র্পযন্ত তাকে দলে রাখে কোচ ততি।ে তবে সে জন্য বাদ দতিে হয়ছেে ব্রাজলিরে অন্যতম তারকা ফরোর্য়াড রর্বাতো ফরিমনিোক।ে এজন্য কম কথা শোনতে হয়নি ততিকে।ে যদওি মাঠে নমেইে ততিরে আস্থার প্রতদিান দয়িছেনে টটনেহ্যাম স্ট্রাইকার রচর্িালসিন। প্রথম ম্যাচরে জোড়া গোল করনে তনি।ি

এরপর পুরো বশ্বিকাপইে দলরে আক্রমণভাগে অন্যতম ভরসা হয়ে ওঠনে রচর্িালসিন। যদওি র্দুভাগ্যজনকভাবে কোর্য়াটারে ক্রোয়শেয়িার কাছে টাইব্রকেে হরেে বাদ পড়ে তার দল। তবে বশ্বিকাপে আলোটা ঠকিই নজিরে করে নতিে পরেছেনে তরুণ এ ফুটবলার। পারফরম্যান্সরে সুখবরটাই এবার পলেনে ফফিার কাছ থকে।ে প্রথম ম্যাচে র্সাবয়িার বপিক্ষে তার করা গোলটইি এখন র্টুনামন্টেে সরো।

গ্রুপ র্পবে ব্রাজলি-র্সাবয়িার ম্যাচরে ৭৯ তম মনিটি। ১-০ গোলে এগয়িে আছে ব্রাজলি। এমন সময় বাম প্রান্ত দয়িে ব্রাজলিরে আক্রমণ। ভনিসিয়িাসরে বাড়ানো বলটা দারুণ ব্যালন্সেে রসিভি করনে রচর্িালসিন। এরপর যা করলনে সটো চমকে দওেয়ার মতো। নজিরে রসিভিি করা বলইে অ্যাক্রোবটেকি শটে জালে বল জড়ান রচর্িালসিন। এমন গোলরে পরই র্দশকদরে ভাবনায় ছলি র্টুনামন্টেরে সরো গোল হতে পারে এট।ি শষে র্পযন্ত হয়ছেওে তাই। র্দশকদরে ভােটে সরো গোলরে খ্যাতাব জতিে নয়িছেে তার করা গোলট।ি

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১