মির্জা ফখরুলের মুক্তি দাবি ৬০ বিশিষ্ট নাগরিকের

বগুড়া নিউজ ২৪ঃ কারাবন্দি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবি জানিয়েছেন দেশের ৬০ বিশিষ্ট নাগরিক।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা বলেন, ‘৮ ডিসেম্বর মধ্যরাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কোনো গ্রেফতারি পরোয়ানা ছাড়া তার উত্তরার বাসভবন থেকে গ্রেফতার করা হয়। এখন পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়নি। আমরা পারিবারিক সূত্রে জানতে পেরেছি , তিনি অসুস্থ। তাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার প্রক্রিয়াকে আরও শক্তিশালী ও বেগবান করার জন্য মির্জা ফখরুলের মুক্তি দাবি করছি’।

বিবৃতিতে তারা জানান, ‘মির্জা ফখরুল এদেশের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে রাজনীতি করছেন। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরা তার সুস্থতার বিষয়ে উদ্বিগ্ন’।

স্বাক্ষরকারী ৬০ বিশিষ্ট নাগরিক হলেন- বদরুদ্দীন উমর, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, অধ্যাপক ড. ওয়াহিদউদ্দীন মাহমুদ, অধ্যাপক ড. সালেহউদ্দীন আহমেদ, অধ্যাপক ড. আহমেদ কামাল, অধ্যাপক ড. সাইদুর রহমান, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক ড. এটিএম নূরুল আমিন, অধ্যাপক ড. সদরুল আমীন, অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. আকমল হোসেন, অধ্যাপক ড. ইউসুফ হায়দার, অধ্যাপক ড. তাজমেরি ইসলাম, অধ্যাপক ড. চৌধুরী আবরার, অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী, অধ্যাপক ড. তানজিম উদ্দীন খান, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক মো. আবদুস সালাম, অধ্যাপক ড. এম এ মজিদ, অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, অধ্যাপক মামুন আহমেদ, অধ্যাপক ড. আকতার হোসেন খান, অধ্যাপক ড. মো. আব্দুর রশীদ, অধ্যাপক ড. মো. ইয়ারুল কবির, অধ্যাপক ড. আবুল কালাম সরকার, অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, অধ্যাপক ড. মো. সাইফদ্দিন, অধ্যাপক ড. মো. আবদুল করিম, অধ্যাপক ড. মো. নুরুল আমিন, অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ড. দিলারা চৌধুরী, অগ্রণী ব্যাংকের সাবেক এমডি নাসের বখতিয়ার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (দক্ষিণ পূর্ব এশিয়া) সাবেক আঞ্চলিক উপদেষ্টা ড. মাঝহারুল হক, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম প্রমুখ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১