১৫০ শহিদ পরিবারকে ‘শ্রদ্ধা স্মারক’ দেবে ছাত্রদল

বগুড়া নিউজ ২৪ঃ বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার। এ উপলক্ষে দুই দিনের কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি।

রোববার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় ছাত্রদল কেন্দ্রীয় নেতারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করবেন। দুপুর ২টায় ছাত্রদলের উদ্যোগে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে।

এছাড়া সোমবার ছাত্রদলের প্রত্যেকটি জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৫০ শহিদ পরিবারকে ‘শ্রদ্ধা স্মরক’ প্রদান করবে কেন্দ্রীয় ছাত্রদল। রোববার বিকালে নয়াপল্টনের ছাত্র সমাবেশে ঢাকা বিভাগের যারা শহিদ হয়েছেন তাদের পরিবারকে শ্রদ্ধা স্মারক প্রদান করা হবে।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল যুগান্তরকে বলেন, ছাত্রদল প্রতিষ্ঠালগ্ন থেকেই গণমানুষের মুক্তি তথা সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যত সহযোদ্ধা শহিদ হয়েছেন, তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ‘শ্রদ্ধা স্মরক’ প্রদান করব। এর মাধ্যমে ছাত্রদলের প্রত্যেকই তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত এই আদর্শিক আন্দোলন চালিয়ে নেওয়ার জন্য শহিদ হতে প্রস্তুত রয়েছি- তার মেসেজ আমরা দিচ্ছি। ছাত্র সমাবেশে শ্রদ্ধা স্মারক দেওয়া হবে শহিদ পরিবারের কাছে। সারা দেশের ১৫০ জনের মতো তালিকা করা হয়েছে। ঢাকা বিভাগে যারা আছেন তাদের পরিবারকে ছাত্র সমাবেশ থেকে শ্রদ্ধা স্মারক দেওয়া হবে।

১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এরপর নানান চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয় ছাত্রদল।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১