ভাঙ্গায় প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

ফরিদপুর প্রতিনিধিঃ ভাঙ্গা উপজেলার পৌর শহরে যানজট নিরসনে সড়ক দুর্ঘটনা রোধ ও জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ভাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

রবিবার (১৫ জানয়ারি) সকালে ভাঙ্গা-বরিশাল মহাসড়কে দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহমুদুল হাসান ।

ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহমুদুল হাসান বলেন, অনুমোদনহীন, রেজিস্ট্রেশনবিহীন, লাইসেন্সবিহীন চালক ও বেপরোয়া গাড়ীচালনা প্রতিরোধে এবং আইন লঙ্ঘনের অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চালক, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সার্টিফিকেট, হেলমেট ইত্যাদি অপরাধের মামলায় জরিমানা আদায় করা হয়।

গাড়ী চালনার সময় প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রযোজ্য আইন মেনে চলার জন্য উদ্বুদ্ধ করা হয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ