আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে আজকের শিক্ষার্থীরা- শফিক

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ আওয়ামী লীগের নবগঠিত কমিটির সদস্য সাখাওয়াত হোসেন শফিক বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে নিজেদেরকে স্মার্ট  নাগরিক হিসেবে তৈরি হতে হবে। আজকের এই শিক্ষার্থীরা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। এবারের উপনির্বাচনে বগুড়া সদরের মানুষ উন্নয়নের অগ্রযাত্রায় নিজেদের নাম লিখিয়েছে। তারই বিপ্লব ঘটেছে ১ তারিখের উপনির্বাচনে।  নৌকায় ভোট দিয়ে তারা রাগেবুল আহসান রিপুকে নির্বাচিত করেছে। বগুড়া সদর আসন মানবতার নেত্রী শেখ হাসিনাকে উপহার দিয়েছে এখানকার মানুষ। তিনিও সারাদেশের ন্যা বগুড়াতেও অভূতপূর্ব উন্নয়ন করবেন। তিনি চেয়েছেন বগুড়ার মানুষ তাকে ভালবাসা দিবে, এবারের ভোটে বগুড়ার মানুষ তার প্রমাণ দিয়েছে। উন্নয়ন ত্বরান্বিত হবে, বগুড়ার কাঙ্খিত উন্নয়ন শুরু হবে নৌকার মাঝি রাগেবুল আহসান রিপুর মাধ্যমে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে ডিজিটাল বাংলাদেশে গড়ে তুলেছেন শেখ হাসিনা। সেই বাংলাদেশের মানুষকে স্মার্ট গড়ে তুলতে চান শেখ হাসিনা। আর স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে তোমাদের হাতধরে। তোমরা শিক্ষার্থীরা আগামীর স্মার্ট বাংলাদেশের চালিকা শক্তি হবে। ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাস, দূর্নীতি মুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।
বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের বগুড়া কলেজ বগুড়ার একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীণ বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানে বগুড়া কলেজের অধ্যক্ষ একেএম মঈন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, জেলা আওয়ামীলীগের সদস্য এমএ বাসেত, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হেফাজত আরা মীরা, বগুড়া কলেজের গভর্নিং কমিটির সদস্য ও শজিমেকের সহযোগী অধ্যাপক ডাঃ শাহীন, নুনগোলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুলতান মাহমুূদ, অধ্যক্ষ জাফল আলমগীর, অধ্যক্ষ রুহুল আমিন।
এসময় আরও উপস্থিত ছিলেন, বগুড়া কলেজ গভর্নিং কমিটির সদস্য এএফএম ফজলুর রশিদ, ওয়াজেদ সাকিদার, কামাল উদ্দিন কবিরাজ, তহমিনা পারভিন, আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহেল কাফী, কামরুল হাসান সহ অত্র কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। নবীণ বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বগুড়ার নামকরা শিল্পীরা।
Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮