বগুড়ায় ছাত্রলীগ কর্মীসহ ছুরিকাঘাতে আহত ৫

ষ্টাফ রিপোর্টারঃ  বগুড়ায় ছাত্রলীগের দু’জন কর্মীসহ একই সাথে পাঁচজনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌণে ৯ টার দিকে শহরের রেলওয়ে আদর্শ হকার্স মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে আহতরা হলেন, বগুড়ার শাজাহানপুরের চকদোহার এলাকার মৃত অজির আকন্দের ছেলে মোঃ বাসেদ (৬৫), হোটেল ব্যবসায়ী সেউজগাড়ী এলাকার বাছেদ মন্ডলের ছেলে রিয়াদ মন্ডল (২৪), পৌর ছাত্রলীগ কর্মী সেউজগাড়ী এলাকার মো: রাজিবের ছেলে সামিত সামিউল (২১) ও মো: বাবুর ছেলে বাপ্পি (২১) ও চকসূত্রাপুর এলাকার হজরত আলীর ছেলে মো: রাশেদ (২৫)।

সামিত সামিউল ও বাপ্পি এবার বগুড়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছেন।

বর্তমানে তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে রিয়াদ মন্ডলের অবস্থা গুরুতর।

বিষয়গুলো নিশ্চিত করেছেন বগুড়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রুবেল সরকার৷

পুলিশের এ কর্মকর্তা জানান, মঙ্গলবার রাতে কয়েকজন দুর্বত্ত মোটরসাইকেল করে হকার্স মার্কেটের গেটে আসেন। এসময় তারা ছুরিকাহত বাছেদকে মারধর শুরু করেন। দুর্বত্তদের বাধা দিতে গিয়ে বাকি চারজন আহত হয়েছেন।

ছুরিকাহত ছাত্রলীগ কর্মী সামিত সামিউল জানান, চারটি মোটরসাইকেলে ১০ থেকে ১২ জন দুর্বত্ত হকার্স মার্কেটের সামনে আসেন। মদ্দপ্য অবস্থায় তারা বাছেদকে মারধর শুরু করেন। এসময় তিনি বন্ধু বাপ্পিকে নিয়ে বাধা দিতে গেলে তারাও ছুরিকাঘাতের শিকার হোন৷

সামিত সামিউল আরও জানান, দুর্বত্তদের হাতে চাইনিজ কুড়াল, এসএস পাইপ ও ক্রিজসহ অন্যান দেশিয় অস্ত্র ছিল। ঘটনার সময় তাদের বাধে দিতে গিয়ে আরও বেশ কয়েকজন মারধরের শিকার হয়।

বগুড়া পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাকিবুল হাসান জানান, সামিউল ও বাপ্পি ছাত্রলীগের সক্রিয় দু’জন কর্মী। রাতে দুর্বত্তদের ছুরিকাঘাতে তারা আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দিতে হবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮