তুরস্ককে পাঁচ হাজার কম্বল হস্তান্তর করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

বগুড়া নিউজ ২৪ঃ  টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি (টিকা) অফিসের সমন্বয়কারী সেভকি মারথ বারিশের কাছে পাঁচ হাজার কম্বল হস্তান্তর করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকায় টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সির কাছে পাঁচ হাজার কম্বল হস্তান্তর করা হয়।

টিকা অফিসের সমন্বয়কারীর সঙ্গে সাক্ষাৎকালে এটিএম আবদুল ওয়াহ্হাব বলেন, চরম এই মানবিক সংকটে তুরস্কের বিপন্ন মানুষের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি এসময় তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

টিকা অফিসের সমন্বয়কারী সেভকি মারথ বারিশ এই মানবিক সহায়তা দেওয়ার জন্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম, ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান, আন্তর্জাতিক রেড ক্রস রেড ক্রিসেন্ট ফেডারেশনের (আইএফআরসি) অপারেশন ম্যানেজার আলী আকগুলসহ সোসাইটির স্বেচ্ছাসেবক ও বিভিন্ন স্তরের কর্মকর্তারা

এদিকে, আইএফআরসি’র সঙ্গে সমন্বয় করে সিরিয়াতেও ত্রাণ সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে তুর্কি ও সিরিয়াতে মানবিক সহায়তা পাঠাতে চাইলে সোসাইটির তহবিল সংগ্রহ বিভাগের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮