ধামইরহাটে ইকো ভিলেজ প্রতিষ্ঠায় তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে পরিবেশ ও পরিবেশবান্ধব গ্রাম (ইকো ভিলেজ) বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। উপজেলার আলমপুর ইউনিয়নের বীরগ্রাম পশ্চিমপাড়ায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার থেকে এ কর্মশালা শুরু হয়ে আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শেষ হয়। ধামইরহাট এপি, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ইকো ভিলেজ প্রতিষ্ঠায় বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন ওয়ার্ল্ডভিশন ধামইরহাট এপি ম্যানেজার ম্যানেয়েল হাঁসদা, প্রোগ্রাম অফিসার নাথান চৌকিদার, সাংবাদিক হারুন আল রশীদসহ ওয়ার্ল্ডভিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষণ কর্মশালায়  গ্রাম উন্নয়ন কমিটি, চাইল্ড ফোরাম, ইয়ুথ ফোরাম, ধর্মীয় নেতৃবৃন্দসহ ২৫ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ওসমান গনি মন্ডল, সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান খোকন, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি এরশাদুল ইসলাম বাবু, ইকো ভিলেজের উপকারভোগী সাবিনা ইয়াসমিন প্রমুখ। পরে ওই গ্রামের আদর্শ গৃহিণী সাবিনা ইয়াসমিনের ইকো ভিলেজ পরিদর্শন করা হয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮