বগুড়ায় ‌‘অভিযোগ প্রতিকার পদ্ধতি’ বিষয়ক মতবিনিময়

ষ্টাফ রিপোর্টারঃ লাইট হাউজ বগুড়ার উদ্যোগে সাংবাদিকদের সাথে অভিযোগ প্রতিকার পদ্ধতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় শহরের জহুরুল নগরে প্রতিষ্ঠানের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।

অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর হাবিবা বেগমের সভাপতিত্বে ও লাইট হাউজ বগুড়ার নির্বাহী প্রধান হারুন উর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. আফসানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু।

এসময় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, প্রদীপ ভট্টাচার্য শংকর, সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, মিলন রহমান, আরিফ রেহমান, সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, এসএম কাওছার, সমুদ্র হক, আব্দুর রহিম, মহসিন আলী রাজু, চপল সাহা, রউফ জালাল, আব্দুর রহমান টুলু, মোহন আখন্দ, নাজমুল হুদা নাসিম ও শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জনগণের কাছে সরকারি দপ্তরগুলোর জবাবদিহি নিশ্চিতকরণ, সেবার মান উন্নয়ন এবং সুশাসন সংহতিকরণের মাধ্যমে ভোগান্তি বিহীন জনসেবা নিশ্চিতকরণই অভিযোগ প্রতিকার ব্যবস্থার মুখ্য উদ্দেশ্য।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮