বিএনপির পদযাত্রায় হামলায় শতাধিক নেতাকর্মী আহত : মির্জা ফখরুল

বগুড়া নিউজ ২৪ঃ কেন্দ্র ঘোষিত দেশব্যাপী সকল জেলায় পদযাত্রা কর্মসূচি চলাকালে বিভিন্ন অঞ্চলে সরকারদলীয় নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনী বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে দলটি।

বিএনপির পদযাত্রা কর্মসূচি পালনকালে আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সারা দেশে বেশ কয়েকটি জেলায় এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘দেশব্যাপী জেলায় জেলায় পদযাত্রা কর্মসূচি চলাকালে বিভিন্ন অঞ্চলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় সন্ত্রাসীরা হামলা ও গ্রেপ্তার করে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘বর্তমান শাসকগোষ্ঠী গণআন্দোলনে এতটাই ভীত যে, বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে হামলা, গুলি ও গ্রেপ্তার করে নৈরাজ্য সৃষ্টি করছে। বিএনপিসহ দেশের বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে যেকোনো শান্তিপূর্ণ কর্মসূচি থেকে গ্রেপ্তার করে মিথ্যা ও রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জড়িয়ে নির্যাতন-নিপীড়নের পন্থা অবলম্বন করেছে। এর একমাত্র লক্ষ্যই হচ্ছে দেশের মানুষকে ভীত সন্ত্রস্ত রেখে আবারও প্রহসনের নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করা। এই উদ্দেশ্য সামনে রেখেই বর্তমান স্বৈরাচারী সরকার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর জুলুম অব্যাহত রেখেছে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও দমন-নিপীড়নের প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি ও গণবিরোধী ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে দেশব্যাপী সকল জেলায় বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি পালন করা হয়

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮