আন্তর্জাতিক নারী দিবসে বগুড়ায় বর্ণাঢ্য র‍্যালী

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় দিবসটি উপলক্ষ্যে পুলিশ লাইন্সে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালী শেষে পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহদত আলম ঝুনু, পুনাক বগুড়া সহ-সভানেত্রী দিল আক্তার জাহান, বগুড়া জর্জ কোর্টের সিভিল ক্রিমিনাল এন্ড ইনকাম ট্যাক্সের এ্যাডভোকেট ফেরদৌসী আক্তার রুনা, বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি স্বপ্না চৌধুরী, ধুনট নিমগাছী ইউনিয়ন পরিষদের মেম্বার আঞ্জুমানারা খানম, বগুড়া সদর থানার এস আই জেবুন্নেছা আকতার, মাটিডালী লেডি ফ্যাশন টেইলার্সের প্রো. জেসমিন আক্তার, মোহাম্মদ আলী হাসপাতালের স্টাফ নার্স নাজিয়া খাতুন, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী জিন্নাতুল নেহার জুই ও আফিয়া হোসেন নুবা।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা আক্তারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, সদর সার্কেল শরাফত ইসলাম, শেরপুর সার্কেল সজীব শাহরিন, সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল তানভীর হাসান, আদমদীঘি সার্কেল নাজরান রউফ, গাবতলি সার্কেল নিয়াজ মেহেদী, ডিবি ইনচার্জ সাইহান ওলিউল্লাহসহ বগুড়া সদর থানার বিভিন্ন ফাঁড়ির ইনচার্জগণ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ