ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে আইসিসি থেকে সুখবর পেলেন সাকিব

বগুড়া নিউজ ২৪ঃ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন সাকিব আল হাসান। তিন ম্যাচের সিরিজে সাকিবের সর্ব সাকুল্যে শিকার করেন ৬ উইকেট। এমন পারফরম্যান্সের সুবাদে আইসিসির পক্ষ থেকে বড় সুখবর পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন এই টাইগার অলরাউন্ডার। ওয়ানডে অলরাউন্ডারের তালিকাতে শীর্ষে আছেন সাকিব। ওয়ানডে বোলার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন ভারতের মোহাম্মদ সিরাজ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে একটি করে উইকেট নিয়েছিলেন সাকিব। তবে শেষ ম্যাচে সফরকারী ইংলিশদের ৪ উইকেট শিকার করেন তিনি। শেষ ম্যাচে ব্যাট হাতেও সফল হন এ টাইগার অলরাউন্ডার, করেন ৭৫ রান। সিরিজে দুই ফিফটির সুবাদের ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়েছেন সাকিব। ব্যাটিংয়ে বর্তমানে সাকিবের অবস্থান ২৭তম।

এছাড়া সিরিজের শেষ ম্যাচে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছেন টাইগার এই তারকা ক্রিকেটার। ক্যারিয়ারে ৪ বার ওয়ানডেতে একই ম্যাচে ব্যাট হাতে হাঁফসেঞ্চুরির পাশাপাশি বল হাতে চার উইকেট নিয়েছেন সাকিব। সাকিবের পরেই আছেন শহীদ আফ্রিদি এবং ক্রিস গেইল।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ