জব্দকৃত কোটি টাকার চিংড়ি রেণু পদ্মায় অবমুক্ত

বগুড়া নিউজ ২৪ঃ মুন্সীগঞ্জের মাওয়ায় জব্দ কোটি টাকার চিংড়ি রেণু পদ্মায় অবমুক্ত করা হয়েছে। এই রেণু পাচারের দায়ে দুজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ মার্চ)  চট্টগ্রাম মেট্রো: ড-১১-৩৬২৬ নম্বরের একটি ট্রাক ৫২ ব্যারেল চিংড়ি রেণু নিয়ে খুলনা যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অফিস উপজেলার মালির অংক বাজারে অভিযান চালিয়ে ট্রাকসহ চালক ও মাছ ব্যবসায়ীকে আটক করে। পরে জব্দ করা চিংড়ি রেণু পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী ট্রাকচালক ও মাছ ব্যবসায়ীকে অর্থদণ্ড করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাসিন্দা ট্রাকচালক মো. মিরাজ (৩৫) ও একই উপজেলার বাসিন্দা চিংড়ি রেণু ব্যবসায়ী মো. মাইনুদ্দিন (৩৩)। তাদের পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মোহাম্মদ আবদুল আউয়াল। উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, রেণু পাচারকারীরা নোয়াখালীর হাতিয়া থেকে ঢাকার পোস্তগোলা হয়ে না গিয়ে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে খুলনার দিকে যাচ্ছিল। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে বিকল্প পথ ব্যবহার করছিল বলে পাচারকারীরা স্বীকার করেছেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ