জামালপুরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

বগুড়া নিউজ ২৪ঃ জামালপুরে বিজিবি ও বিএসএফ’র পতাকা বৈঠক ১৮ মে সকালে অনুষ্ঠিত হয়।

বৈঠকে অনুপ্রবেশ বন্ধ এবং বন্য হাতির আক্রমণ থেকে জালমাল ও ফসল রক্ষায় বিজিবি ও বিএসএফ এক সাথে কাজ করার উপর গুরুত্বরোপ করা হয়। এছাড়া সীমান্ত এলাকায় বসবাসকারিদের প্রতিবন্ধকতা বন্ধসহ তাদের সচেতনতার বিষয়েও আলোকপাত করা হয়।

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)’র সহকারী পরিচালক মুহাম্মদ শামছুল হক বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ, বকশীগঞ্জ উপজেলার সাঁতানীপাড়া ও কামালপুর এবং দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর ও শ্রীপুরের বালিয়ামারী তিন জেলার ২৬টি স্থানে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ