সকাল-সন্ধ্যা বিপদমুক্ত থাকার দোয়া

প্রাত্যহিক জীবনে ছোট-বড় বিভিন্ন রকমের বিপদ হওয়াটা স্বাভাবিক। সেসব সময়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আমাদের কোনো গতি থাকে না। কারণ আল্লাহ সর্বশক্তিমান।

প্রতিদিন সকাল সন্ধ্যায় নিচের দোয়াটি তিনবার পড়লে বিভিন্ন ধরনের ক্ষতি হতে মুক্তি পাওয়া যায়। এক বর্ণনায় আছে, সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত অতর্কিত কোনো বিপদে সে আক্রান্ত হবে না। আর সন্ধ্যায় পড়লে পরদিন সকাল পর্যন্ত অতর্কিত কোনো বিপদে সে আক্রান্ত হবে না। [আবু দাউদ:৫০৯০,তিরমিজি: ৩৩৮৮,ইবনে মাজাহ:৩৮৬৯]

দোয়া :  بِسْمِ اللَّهِ الَّذِى لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَىْءٌ فِى الأَرْضِ وَلاَ فِى السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

বাংলা উচ্চারণ : বিসমিল্লাহিল্লাজি লা ইয়া দুররু মাসমিহি শাইয়ূন ফিল আরদি ওয়ালা ফিসসামায়ি ওয়া হুয়াস সামিউল আলিম।

অর্থ : [আমি আমার দিন বা রাতের সূচনা করছি] ওই আল্লাহর নামে যার নামের সঙ্গে আসমান জমিনের কোনো কিছু কোনো ধরনের ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ