প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বগুড়ার ৩৯টি প্রকল্পের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্পসহ আর্থ সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই প্রকল্পের আওতায় বগুড়া জেলার বিভিন্ন দপ্তরের আওতাধীন মোট ৩৯ টি প্রকল্প উদ্বোধন করেছেন।

বগুড়া জেলা প্রশাসকের কনফারেন্স রুমে অবস্থান করে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বগুড়া বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।

জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের আমন্ত্রণে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান, বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল আলম জুয়েল, ডিডি-এলজি মাসুম আলী বেগ, সিভিল সার্জন ডা. সফিউল আজম, বিএমএ বগুড়ার সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু, বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান শফিকসহ বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, টিএমএসএস‘র নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, দেশের প্রতিটি এলাকায় সমউন্নয়ন হয়েছে।

সরকার সুষম উন্নয়নে বিশ্বাসী বলেই সব জেলাতেই উন্নয়নমূলক কাজ হয়েছে। বগুড়ার উদ্বোধন করা স্থাপনা ও প্রকল্পগুলো হচ্ছে বগুড়া সদরের বানদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় (জিপিএস), ধুনটের আরকেটিয়া জিপিএস, মোহনপুর জিপিএস, দুপচাঁচিয়ার পাকুরগাছা জিপিএস, গাবতলী উপজেলার সারাতলী জিপিএস, আকবাড়িয়া জিপিএস, ছারাধাকিয়া রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় (আরপিএস), কালুডাঙ্গা আরপিএস, মধ্যকাতুলী আরপিএস, মমিনখাদা জিপিএস, দুর্গাহাটা জিপিএস, পাকাতুলি জিপিএস, কাহালুর দামাই মামদুদুর রহমান চৌধুরী জিপিএস, খারিয়া নিশিন্দারা জিপিএস, নিয়ামতপুর জিপিএস, নন্দীগ্রামের নগরকান্দি জিপিএস, সারিয়াকান্দির চর ফজিলপুর জিপিএস, শাজাহানপুরের চাদবাড়িয়া মানিকদিপা জিপিএস, পোয়ালগাছা জিপিএস, শেরকোল জিপিএস, শেরপুরের ভিমজানি জিপিএস, চকপাহাড় এন জিপিএস, খাগা আরপিএস, পারভবানীপুর বালিকা জিপিএস, রামেশ্বরপুর আরপিএস, টাকাধুকুরিয়া জিপিএস, শিবগঞ্জের টিয়াল মীর লাবনী জিপিএস, সোনাতলার তেকানীচুকাইনগর জিপিএস, জেলা রেজিস্ট্রি অফিস ভবন, শিবগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রি অফিস ভবন, শেরপুর উপজেলা সাব রেজিস্ট্রি অফিস ভবন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ, সারিয়াকান্দি উপজেলায় ৫ম পর্যায়ে প্রথম ধাপে জমিসহ ১০টি গৃহ প্রদান, বগুড়া সদর উপজেলা জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপন করে ৮৯টি একক গৃহ প্রদান, এছাড়াও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর আওতায় পাকুল্লা রহমানিয়া দাখিল মাদ্রাসা এর চারতলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবন, দামগড়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডিমিক ভবন, বেগম শাহজাহান তালুকদার দাখিল মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবন, বুজরুগ বাড়িয়া বালিকা দাখিল মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবন এবং শেরপুরের গাড়িদহ ওভারপাস প্রকল্প।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ