বগুড়ায় প্রতীক বরাদ্দের পর কর্মমুখর ছাপাখানা

ষ্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর বগুড়ার ছাপাখানাগুলো সরগরম হয়ে উঠেছে। বগুড়ার ৭ টি আসনের ৫৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাঁদের নির্বাচনী ব্যয়ের বড় অংশটি পোস্টার-লিফলেট তৈরির জন্য ব্যয় করবেন। ছাপাখানাগুলোতে এখন দিন-রাত পোস্টার-লিফলেট ছাপার কাজ চলছে।

বগুড়া জেলা ৭টি আসনে  সংসদ সদস্য পদে ৫৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা সবাই আগে থেকেই জনসংযোগ করছিলেন। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর নতুন মাত্রা পেয়েছে তাঁদের প্রচারণায়। তাঁরা প্রতীক-সংবলিত লিফলেট নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি ঘুরছেন। সমর্থকেরা এলাকাজুড়ে পোস্টার লাগাতে ব্যস্ত। তাই এখন কর্মব্যস্ত সময় পার করছেন ছাপাখানার কর্মীরা। বগুড়া প্রেসপট্টি ও শাপলা মার্কেটে  ছাপাখানায় ভোটের পোস্টার ও প্রচারপত্র ছাপানোর কাজ চলছে পুরোদমে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রার্থীরা মনোনয়নপত্রের সঙ্গে সম্ভাব্য খরচের হিসাবও দিয়েছেন। খরচের খাতের বড় একটি অংশজুড়েই রয়েছে পোস্টার, হ্যান্ডবিল ও লিফলেটের সম্ভাব্য হিসাব।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ