সাংবাদিকদের বিপদে ফেলতে পারে সাইবার আইনের ৫টি ধারা : বিচারপতি শেখ আরিফ

বগুড়া নিউচজ ২৪: সাইবার নিরাপত্তা আইনের পাঁচটি ধারা সাংবাদিকদের বিপদে ফেলতে পারে বলে জানিয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে ল’ রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক কর্মশালায় এ কথা জানান তিনি।

বিচারপতি শেখ হাসান আরিফ বলেন, ‘সাইবার নিরাপত্তা আইনের পাঁচটি ধারা মারাত্মক প্রভাব ফেলতে পারে সাংবাদিকতায়। এগুলো হলো ধারা ২২, ২৩, ২৫, ২৭ ও ২৮।’

তিনি বলেন, ‘১৯৯১ সাল থেকেই দুই রাজনৈতিক দলের মধ্যে প্রচণ্ড ইনটলারেন্স দেখেছি আমরা। কোনও ধরনের সমালোচনা হলেই গ্রেপ্তার-নির্যাতন ছাড়া আর কোনো পন্থা তাদের হাতে আছে বলে তারা মনে করেন না। এক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলকে দমন করতে গিয়ে দেখা যায় সাংবাদিকরাও এর ভিকটিম হয়ে যেতে পারেন।’

তবে, সাইবার নিরাপত্তা আইন নিয়ে চিন্তার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সঠিকভাবে সংবাদ লিখেন, কারও কিছু করার থাকবে না। করলে আদালত তো আছেই।’

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ