দিল্লিকে হারিয়ে টানা দ্বিতীয় জয় রাজস্থানের

বগুড়া নিউজ ২৪: মারাত্মক অ্যাকসিডেন্ট থেকে প্রাণে বেঁচে ফেরা রিশাভ পান্ত দিল্লিকে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখাতে পারেননি। আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার রাতে দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হয়েছিলো রাজস্থান র‌য়্যালসের। এই ম্যাচে রিশাভ পান্তের দিল্লি রাজস্থানের কাছে হেরে যায় ১২ রানের ব্যবধানে।

জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস সংগ্রহ করে ৫ উইকেট হারিয়ে ১৮৫ রান। জবাব দিতে নেমে দিল্লির কোনো ব্যাটারই সঠিকভাবে দাঁড়াতে পারেনি রাজস্থানের বোলারদের সামনে। ফলে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রানে থেমে যায় তারা। হেরে যায় ১২ রানের ব্যবধানে।

প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে ৪ উইকেটে হেরেছিলো দিল্লি ক্যাপিটালস। ওই ম্যাচে দিল্লি করেছিলো ১৭৪ রান। জবাবে ৪ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব। এবার দ্বিতীয় ম্যাচে হারলো দিল্লির দলটি। অন্যদিকে টানা দ্বিতীয় জয় পেয়েছে রাজস্থান র‌য়্যালস। প্রথম ম্যাচে তারা হারিয়েছিলো লখনৌ সুপার জায়ান্টসকে।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে বিপদে পড়েছিলো রাজস্থান। জসস্বি জয়সওয়াল (৫), জস বাটলার (১১), সাঞ্জু স্যামনরা (১৫) দ্রুতই আউট হয়ে যান। তবে রাজস্থানকে বড় বাঁচা বাঁচিয়ে দেন রায়ান পরাগ। ৪৫ বলে অপরাজিত ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ৭টি বাউন্ডারির সঙ্গে মারেন ৬টি ছক্কার মার।

রবিচন্দ্রন অশ্বিন ১৯ বলে করেন ২৯ রান। ১২ বলে ২০ রান করে আউট হন ধ্রুব জুরেল। ৭ বলে অপরাজিত থাকেন শিমরন হেটমায়ার।

জবাবে ব্যাট করতে নেমে দিল্লির দুই অসি ওপেনার ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শ মিলে ২০ বলে ৩০ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হয়ে যান। ২৩ রান করেন মিচেল মার্শ। এরপর রিকি ভুই কোনো রান না করেই আউট হয়ে যান। ৩৪ বলে ৪৯ রান করে বিদায় নেন ডেভিড ওয়ার্নারও। এটাই ছিল দিল্লির ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ