বুড়িচংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন

সৌরভ মাহমুদ হারুন: ১৭ এপ্রিল বুধবার কুমিল্লার  বুড়িচং উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিফ-১/২০২৪-২৫ মৌসুমে আউস ধান (উফসী), ফসলের আবা্দ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরনের শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার।
এতে উপজেলার ৯ ইউনিয়ন এর বিভিন্ন গ্রামের  প্রান্তিক ও ক্ষুদ্র ৪ হাজার কৃষকদের মাঝে জন প্রতি ৫ কেজি ধান বীজ, জন প্রতি ১০ কেজি ডি এ পি ও ১০ কেজি এম ও পি সার করে বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ  আফরিন আক্তার।
আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মীর হোসেন মীঠু,  প্রকৌশলী আলিফ আহাম্মেদ অক্ষর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ আফরিণা আক্তার,  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, উপজেলা ইউ আর সি ইন্সেটাক্টর মোঃ মোস্তফা কামাল, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক এম হাবিবুর রহমান,  উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু তাহের, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাসেম মাষ্টার,উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন খান, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল জলিল,বিল্লাল হোসেন, নজরুল ইসলাম, মিজানুর রহমান খান, ফরহাদ আহাম্মদ ও ফখরুল ইসলাম  প্রমূখ। এসময়  উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০