ইতিহাসে প্রথম; একই ম্যাচে দুই অধিনায়কের গোল্ডেন ডাক

বগুড়া নিউজ ২৪ ডেস্কঃ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বিশাখাপত্তনমে মুখোমুখি হয় ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের তাণ্ডবে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৮৭ তোলে তারা। ম্যাচটিতে রোহিত শর্মা ও লোকেশ রাহুল সেঞ্চুরি হাঁকান। এছাড়া ব্যাট হাতে ঝড় তোলেন শ্রেয়াস আইয়ার ও রিশভ পান্ত। দলের অন্যরা যে দিন রানের ঝড় তুলেছিলেন সে দিন একবারেই নিরামিষ ছিলেন রান মেশিন খ্যাত ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। নিজের প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরেন বর্তমান সময়ের সেরা এই ব্যাটসম্যান। যা তার ওয়ানডে ক্যারিয়ারের ১৩তম ডাক। এর আগে ওডিআইতে তিনি শূন্য রানে ফিরেছেন ১২বার। সবমিলিয়ে কোহলির ডাকের সংখ্যা ২৫টি। যার মধ্যে টেস্টে ১০টি ও দুইটি টি-টুয়েন্টিতে ছিল।

আজ ভারতীয় অধিনায়ককে শূন্য রানে সাজঘরে ফেরান ক্যারিবীয় অধিনায়ক কিয়েরন পোলার্ড। ব্যাট করতে নেমে পোলার্ডের বলে চেজের হাতে ক্যাচ তুলে দেন। মজার তথ্য হলো পোলার্ড নিজেও মেরেছেন গোল্ডেন ডাক। কোহলির মতো পোলার্ডও প্রথম বলে আউট হন। এতে দুজনই ইতিহাস বনে যান। ওয়ানডে ইতিহাসে এই প্রথম একই ম্যাচে উভয় দলের অধিনায়ক আউট হন গোল্ডেন ডাকে। ৩৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা করেও তা ধরে রাখতে পারেনি ক্যারিবীয়রা। পাঁচ নম্বর পজিশনে ব্যাট করতে নেমে মোহাম্মদ সামির বলে পান্তের তালুবন্দি হন পোলার্ড। ওয়ানডে ক্যারিয়ারে এটি পোলার্ডেরও ১৩তম ডাক। এর আগে তিনিও ১২ বার শূন্য রানে ফিরেছেন। সব মিলিয়ে পোলার্ডের ডাকের সংখ্যা ১৪। বাকি একটি টি-টুয়েন্টিতে। সর্বোচ্চ গোল্ডেন ডাক মারার রেডর্কটি পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির। চলমান বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগে ঢাকা প্লাটুনের হয়ে খেলেতে নেমে প্রথম ম্যাচে ডাক মারেন তিনি। সে ম্যাচে শূন্য রানে ফেরার মধ্য দিয়ে ডাক মারার সেঞ্চুরি তুলে নেন আফ্রিদি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১