কাশ্মীর থেকে ৭ হাজার সেনাকে সরিয়ে নিলো ভারত

বগুড়া নিউজ ২৪ঃ পরিস্থিতি পর্যালোচনা করে কাশ্মীর থেকে সাত হাজার আধা-সামরিক বাহিনীর সদস্যকে দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম। ভারতের সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের মোট ৭২টি কোম্পানিকে প্রত্যাহারের এ আদেশ দেয়া হয়। কাশ্মীরের নিরাপত্তা বিষয়ে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক পর্যালোচনা বৈঠকের পর এ নির্দেশ দেয়া হলো।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ৭২টি কোম্পানিকে সরিয়ে নেয়া হচ্ছে কাশ্মীর উপত্যকা থেকে। ৭২ কোম্পানির মধ্যে ২৪ কোম্পানি সিআরপিএফ সদস্য রয়েছেন, বিএসএফ সদস্য রয়েছে ১২ কোম্পানি, ১২ কোম্পানি আটিবিপি সদস্যদের সরানো হচ্ছে। পাশাপাশি ১২ কোম্পানি সিআইএসএফ সরানো হচ্ছে। কাশ্মীরের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেই এমন সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব মিলিয়ে মোট ৭ হাজার আধা-সামরিক সরানো হচ্ছে ভূ-স্বর্গ কাশ্মীর থেকে। সংবিধানের ৩৭০ ধারায় কাশ্মীরকে দেয়া বিশেষ মর্যাদা ৫ আগস্ট ভারতীয় সংসদে বাতিলের পর রাজ্যটিতে নিরাপত্তা বাহিনীর এ সদস্যদের মোতায়েন করা হয়েছিল। গত সোমবার এ আদেশের পর ইতোমধ্যে ৩৬টি কোম্পানি কাশ্মীর উপত্যকা থেকে প্রত্যাহার করা হয়েছে জানায় নিরাপত্তা বাহিনী।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১