ভবিষ্যত প্রজন্মকে শিক্ষার পাশাপাশি ধর্মীয় অনুশীলন করা প্রয়োজন: মান্নান আকন্দ

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ বলেছেন, ভবিষ্যত প্রজন্মকে শিক্ষার পাশাপাশি ধর্মীয় অনুশীলন করা প্রয়োজন। সু-নাগরিক হতে হলে ধর্মীয় অনুভূতি থাকতে হবে। ধর্মীয় চর্চার মধ্যদিয়ে সু-নাগরিক হিসেবে গড়ে উঠা সম্ভব। দেশ প্রেম, শিষ্টাচার, ভ্রাতৃত্ববোধ ও মানবসেবার ক্ষেত্রে অবশ্যই এ ভবিষ্যত প্রজন্মকে ধর্মীয় শিক্ষার অনুশীলন করতে হবে।

সোমবার দুপুরে বগুড়া ইউনিক পাবলিক স্কুলের দিবা শাখার ছাত্র-ছাত্রীদের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলওয়াত, ক্বেরাত, হাম, নাত, আযান ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরনকালে তিনি এ কথাগুলো বলেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ তনছের আলী প্রাং এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, বগুড়া পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আরিফুর রহমান, জাতীয় শ্রমিকলীগ-যুব কমিটি জেলা শাখার সভাপতি রাকিব উদ্দিন প্রাং সিজার সহ প্রমূখ। প্রভাতী শাখার ছাত্র-ছাত্রীদের বার্ষিক মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু। প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার মোঃ শাহাদৎ হোসেন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু, এসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন অব বাংলাদেশ বগুড়া জেলা শাখার সভাপতি হেলালুল করিম হেলাল। সহকারি শিক্ষক সাঈদ যুবায়ের পিনু এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মানিক রতন, সহকারি প্রধান শিক্ষক আব্দুল বারী প্রধান, মনোয়ার হোসেন সাজু সহ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ