ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় সদর থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামানের ব্যক্তিগত উদ্যোগে সোমবার সকালে থানা প্রাঙ্গণে সদরের ১১ টি ইউনিয়নের গ্রাম-পুলিশের মাঝে শীতবস্ত্রস্বরুপ কম্বল বিতরণ করা হয়েছে।গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে এই তীব্র শীতে জেলা পুলিশকে সার্বক্ষণিক সহযোগিতা প্রদানকারী গ্রাম-পুলিশের সদস্যদের শীত নিবারণে কিছুটা সহায়ক হিসেবে এই কম্বল সদর ওসির পক্ষে তাদের হাতে তুলে দেন সদর থানার ওসি (তদন্ত) রেজাউল করিম রেজা।
এসময় তাদের উদ্দেশ্যে ইন্সপেক্টর রেজা বলেন, মানবিকতার কাছে শীতের তীব্রতা কখনোই জিততে পারেনা। বগুড়ায় জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর নেতৃত্বে প্রতিটি থানায় পুলিশিং কার্যক্রমের পাশাপাশি সর্বদা মানবিক কাজে ভূমিকা রাখতে সকল সদস্য সচেষ্ট যার ধারাবাহিকতায় সদর ওসির নেয়া নানামুখী উদ্যোগ সত্যিই ইতিবাচক পরিবর্তনের সূচনা। থানা পর্যায়ে প্রতিটি ক্ষেত্রে গ্রামপুলিশদের ভূমিকা প্রশংসনীয় তাই তাদের ভাল-মন্দ দেখার দায়িত্বও থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর থানার সেকেন্ড অফিসার মঞ্জুরুল হক ভূঁইয়া, এস.আই সাম মোহাম্মদ সহ সদর থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে মোট ১১০ জন গ্রামপুলিশের মাঝে শীতবস্ত্র হিসেবে ভাল মানের কম্বল বিতরণ করা হয়।