কবির বকুলের বাসায় পুলিশ

বগুড়া নিউজ ২৪ঃ পাঁচবারের জাতীয় পুরস্কার বিজয়ী গীতিকার কবির বকুলকে গ্রেপ্তার করতে তার বাসায় পুলিশ গিয়েছিল। আজ শনিবার দুপুর দেড়টার দিকে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তার স্ত্রী কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি।

ওই পোস্টে মুন্নি লিখেন, ‘বাসায় পুলিশ এসেছে কবির বকুলকে গ্রেপ্তার করতে। আমার বাচ্চাগুলো শক্ত হয়ে তাকিয়ে আছে আমার দিকে!! জীবনে এমন অনুভূতির সামনে পড়তে হবে-তা কখনো কল্পনাও করিনি!!’

বিকেল সাড়ে ৩টার দিকে কবির বকুলের বাসায় পুলিশ যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ। তিনি বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তার বাসায় পুলিশের একটি টিম গিয়েছিল। কিন্তু তাকে বাসায় পাওয়া যায়নি।’

এ ব্যাপারে কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি বলেন, ‘পুলিশ দেখে বাচ্চারা অনেক ভয় পেয়ে গিয়েছিল। এমন একটি পরিস্থিতির মুখোমুখি হবো ভাবিনি। পুলিশ বাচ্চাদের সঙ্গেও কথা বলেছে। জানতে চেয়েছে, ওর বাবা (কবির বকুল) কোথায়? এরপর কিছুক্ষণ থেকে পুলিশ চলে গেছে।’

উল্লেখ্য, গত ১ নভেম্বর বিকেলে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ক্যাম্পাসে কিশোর আলোর অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয় নাইমুল আবরার। এ ঘটনায় শুরু থেকেই আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করে আসছে শিক্ষার্থীরা।

এ ঘটনায় গত ৬ নভেম্বর প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, পত্রিকাটির সাময়িকী কিশোর আলোর সম্পাদক আনিসুল হকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন আবরারের বাবা মুজিবুর রহমান। পরে গত ১৬ জানুয়ারি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলার অপর আসামিরা হলেন কবির বকুল, শুভাশিষ প্রামানিক শুভ, মহিতুল আলম পাভেল, শাহপরান তুষার, জসিম উদ্দিন অপু, মোশারফ হোসেন, সুজন ও কামরুল হায়দার।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ