জিম্বাবুয়েকে ৩২৩ রানের বিশাল টার্গেট দিল বাংলাদেশ

বগুড়া নিউজ ২৪ ডেস্ক : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নামে। তামিম ইকবালের অনবদ্য ১৫৮ রানের ইনিংসে ভর করে ৮ উইকেট হারিয়ে ৩২২ রান সংগ্রহ করেছে টাইগাররা। জিততে জিম্বাবুয়েকে করতে হবে ৩২৩ রান।

সিলেটে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মাশরাফী বিন মুর্তজা। প্রথম ওয়ানডের সেঞ্চুরিয়ান লিটন দাস রান আউটের খাড়ায় পড়ে ফিরে যান মাত্র ৯ রানে। একই পথে সাজঘরে ফেরেন নামুল হাসান শান্তও। এরপর মুশফিককে সঙ্গে নিয়ে বিপর্যয় কাটিয়ে দ্রুতই ঘুরে দাঁড়ান তামিম।

অর্ধশতক হাঁকিয়ে মুশফিক ফিরে গেলেও লড়াই চালিয়ে যান দেশ সেরা ওপেনার। তুলে নেন ক্যারিয়ারের ১২ শতক। এরমধ্যে ৪১ রানের কার্যকরী ইনিংস খেলে বিদায় নেন মাহমুদুল্লাহ। ইনিংসের ৪.২ ওভার বাকি থাকতে মুতম্বজির বলে সীমায় মুম্বার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তামিম। এরপর মোহাম্মদ মিঠুন এবং মেহেদী মিরাজের ব্যাটের ৩২২ রান তোলে টাইগাররা।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ